QuRan 86 الطارق

At-Tariq রাতের আগন্তুক meccan total:17

  1. وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
    Waalssamai waalttariqi
    শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
  2. وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
    Wama adraka ma alttariqu
    আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি
  3. ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
    Alnnajmu alththaqibu
    সেটা এক উজ্জ্বল নক্ষত্র।
  4. إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ
    In kullu nafsin lamma AAalayha hafithun
    প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
  5. فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ
    Falyanthuri alinsanu mimma khuliqa
    অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
  6. خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ
    Khuliqa min main dafiqin
    সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
  7. يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ
    Yakhruju min bayni alssulbi waalttaraibi
    এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
  8. إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ
    Innahu AAala rajAAihi laqadirun
    নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
  9. يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ
    Yawma tubla alssarairu
    যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে
  10. فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ
    Fama lahu min quwwatin wala nasirin
    সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
  11. وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجۡعِ
    Waalssamai thati alrrajAAi
    শপথ চক্রশীল আকাশের
  12. وَٱلۡأَرۡضِ ذَاتِ ٱلصَّدۡعِ
    Waalardi thati alssadAAi
    এবং বিদারনশীল পৃথিবীর
  13. إِنَّهُۥ لَقَوۡلٞ فَصۡلٞ
    Innahu laqawlun faslun
    নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
  14. وَمَا هُوَ بِٱلۡهَزۡلِ
    Wama huwa bialhazli
    এবং এটা উপহাস নয়।
  15. إِنَّهُمۡ يَكِيدُونَ كَيۡدٗا
    Innahum yakeedoona kaydan
    তারা ভীষণ চক্রান্ত করে
  16. وَأَكِيدُ كَيۡدٗا
    Waakeedu kaydan
    আর আমিও কৌশল করি।
  17. فَمَهِّلِ ٱلۡكَٰفِرِينَ أَمۡهِلۡهُمۡ رُوَيۡدَۢا
    Famahhili alkafireena amhilhum ruwaydan
    অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।